‘জরিমানার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করব’

প্রকাশ | ০৫ মে ২০২১, ১৬:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

লকডাউন নিয়ে রিটের শুনানিতে ১০ হাজার টাকা জরিমানা করে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।  

বুধবার বিকালে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে লকডাউন চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে একটি রিট আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত না থাকায় এই আইনজীবীকে জরিমানা করা হয়।

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চে আমি আবেদনটি দায়ের করব। সংশ্লিষ্ট বেঞ্চের এখতিয়ার না থাকলে প্রধান বিচারপতির কাছে আবেদন করব ‘হাইকোর্ট রুলস’ অনুযায়ী।’

আদালতে কেন উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে আমি জুমে সংযুক্ত হতে পারিনি। আমি চেষ্টা করেছি শুনানিতে অংশ নিতে।’

তিনি জানান, রিট মোশন তদবিরের অভাবে খারিজ আদেশ ও খরচের জন্য দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করবেন।  তিনি বলেন, ‘রিটের মোশন মামলা তদবিরের অভাবে খারিজ হলে কস্ট দেয়ার কোনো নজির নেই। কারণ কস্ট কোর্ট ফি দাখিল করেই রিটটি ফাইল করা হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকার কঠোর নিষেধাজ্ঞা (লকডাউন) ঘোষণা করে।  সরকারের এমন প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইউনুছ আলী আকন্দ। সে রিট আবেদনটি শুনানির জন্য কয়েক দিন আদালতের তালিকায় আসে। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না থাকায় বুধবার তাকে জরিমানা করেন আদালত।

(ঢাকাটাইমস/০৫মে/এআইএম/জেবি)