সোনার সন্তানেরা

প্রকাশ | ০৫ মে ২০২১, ১৭:১৩ | আপডেট: ০৫ মে ২০২১, ১৭:১৮

নেয়ামত ভূঁইয়া

সন্তানদের ভালোবাসা দিও হৃদয় উজাড় করে;
পিতা-মাতাদের স্নেহসুধা ছাড়া-
সন্তানদের জীবন সাহারা,
মমতার অভাবে সোনামণিদের আত্মাই যাবে মরে।

তবে মনে রাখা চাই;
আদরের সীমা লঙ্ঘিত হলে
আর নিস্তার নাই।

অতি মাত্রায় আশকারা দিয়ে মাথা যদি দাও গুলিয়ে,
গোটা এ ধরাকে সরাজ্ঞান করে-
কীর্তি বাঁধিয়ে ফিরবে সে ঘরে;
তোমার চৌদ্দ পুরুষের নাম চিরতরে দেবে ভুলিয়ে।

জীবনের সাধ, সুখের স্বপ্ন ধুলোয় পড়বে লুটে,
মাতা-পিতা কেবল কপাল ফাটাবে নিজ চৌকাঠে কুটে।