হতদরিদ্র শিশুদের আবদার পূরণ করলেন সিংড়ার মেয়র

প্রকাশ | ০৫ মে ২০২১, ১৯:৫৯

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বৃষ্টি খাতুন, লিমা খাতুন, সোহাগ শেখ ও রাহুল ইসলামের নাটোরের সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকসিংড়া মহল্লার হতদরিদ্র পরিবারে তাদের জন্ম। দরিদ্র ঘরে জন্ম নেয়াটা যেন তাদের দুর্ভাগ্য। ঈদ বা অন্য কোন উৎসবে নতুন জামা-কাপড় তো দূরের কথা তাদের ভাগ্যে জোটে না ভালো কোন খাবার। তারপরও তাদের আবদার এবার ঈদে নতুন জামা-কাপড় ও জুতা-স্যান্ডেল। অবশেষে তাদের আবদার পূরণ করলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। তাদের নতুন জামা-প্যান্ট ও জুতা-স্যান্ডেল উপহার দিলেন। দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

মঙ্গলবার দুপুরে সিংড়া পৌরসভা কার্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এসময় গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েলসহ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, ধনী-গরিব সকল শিশু-কিশোরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। আর এই ঈদে দরিদ্র শিশুদের জন্য তিনি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)