শিশুদের নিয়ে বাজারে আসায় জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২১, ২০:৩৭

গাজীপুরের কাপাসিয়ায় করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে কাপাসিয়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শিশু নিয়ে বাজারে আসায়, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা। এ সময় সবাইকে স্বাস্থ্য সচেতন থাকা এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান ইউএনও।

ইউএনও বলেন, যেখানে করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ সেখানে ছোট শিশুদের নিয়ে বাজারে কী করে আসেন? এখন থেকে শিশু নিয়ে যারা বাজারে আসবে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

(ঢাকাটাইমস/৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :