তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি

প্রকাশ | ০৫ মে ২০২১, ২০:৪৭

তানোর (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৩৫ জন প্লে গ্রুপ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নয় লাখ টাকা শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক, উপজেলা আদিবাসী নেতা ও সরকারি মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি প্রমুখ।

(ঢাকাটাইমস/৫মে/কেএম)