ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রকাশ | ০৫ মে ২০২১, ২০:৫৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সজীব ভূইয়া ওরফে বাবু, রোমান,  জাহিদ ও আলামিন নামে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় সংলগ্নে এক প্রেসবিফ্রিং এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ।
এ তিনি বলেন,  মঙ্গলবার রাত ১১টার দিকে সজীব, বাবু ও তাদের টিমসহ এক ব্যক্তির পথরোধ করেন। এই ঘটনা আমরা জানতে পারি। তখন থেকেই আমরা এর পেছনে লেগে যাই। তারপর আমরা চক্রটিকে ধরতে সক্ষম হই। সে সাথে মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করি। ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনতাই করার পর তা একটি গ্যারেজে দিয়ে দেয়। সেই মোটরসাইকেলটির রঙ ও পার্স পরিবর্তন করে ফেলে। আমরা সেই গ্যারেজের মালিককেও গ্রেপ্তার করেছি।
আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাগপাড়া রুহুল আমিন মোল্লার বাড়ির পাশে আলামিন মালিকানাধীন অটো-গ্যারেজের ভেতর থেকে আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা।
(ঢাকাটাইমস/৫মে/এলএ)