টিপস

প্রতিদিনের বাজার জীবাণুমুক্ত করবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২১, ১০:৪০

করোনাকালে প্রতিদিনের বাজার জীবাণুমুক্ত করে ঘরে ঢোকানো উচিত। এজন্য হাতের কাছে স্যানিটাইজার, সাবান, স্প্রেয়ার ইত্যাদি মজুত রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস কাগজের উপর বেশিক্ষণ থাকতে পারে না। তাই হকার বাড়ির দরজাগোড়ায় খবরের কাগজ দিয়ে গেলে এক-দেড় ঘণ্টা ফেলে রাখুন। বাজার থেকে ফিরে কয়েন সাবানপানিতে বা তরল স্যানিটাইজারে ধুয়ে নিতে পারেন তবে টাকা এমনিই কয়েক ঘণ্টা খোলা জায়গায় ফেলে রাখুন। একই ব্য়াপার বইপত্রের বিষয়েও।

বাজার থেকে শাক-সবজি, ফলমূল কিনে আগে প্যাকেটসমেতই ফেলে রাখুন অনেকক্ষণ। পরে গরম পানি ও বেকিং সোডা দিয়ে এসব ধুয়ে নিন। সবজি বা ফলে স্যানিটাইজার ব্যবহার করা যায় না। তবে আজকাল ওষুধের দোকানে আনাজপত্র জীবাণুমুক্ত করার এক ধরনের স্যানিটাইজার পাওয়া যায়। খোঁজ করতে পারেন।

বাড়ির দরজাগোড়ায় চলে এসেছে কুরিয়ার। তখনও ভাবনা। না, ভাবার কিছু নেই। পার্সেল, ডকুমেন্ট বা চিঠিপত্র স্রেফ রোদে ঘণ্টাখানেক রেখে দিন। প্লাস্টিকের ও মেটালের জিনিস হলে অবশ্য জীবাণুমুক্ত করতে হবে। বাক্সবন্দি খাবার এলে স্যানিটাইজার দিয়ে সাবধানে হার্ডবোর্ডের প্যাকেজিং জীবাণুমুক্ত করতে হবে। সতর্কতা জরুরি ওষুধের ক্ষেত্রেও। মেডিসিন স্ট্রিপে স্যানিটাইজার ব্যবহার করায় কোনও বাধা নেই।

(ঢাকাটাইমস/৬মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :