বাহারাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভা

প্রকাশ | ০৬ মে ২০২১, ১৩:০১

স্বপন মজুমদার, বাহারাইন

বাহারাইনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বাহরাইনের স্থানীয় সময় বিকাল ৫টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব ভবনের কনফারেন্স হলে এক মতবনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট এ. কে. আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের শ্রম সচিব শেখ তাওহীদুল ইসলাম।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ বিজনেস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছিত, সাধারণ সম্পাদক আইনুল হক ও সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বক্তব্য দেন লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদসহ কমিউনিটির নেতারা।

তারা বলেন, ‘বাংলাদেশ বিজনেস ফোরাম করোনাকালে প্রবাসী বাংলাদেশিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে। এর জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে এই ফোরাম।’

পরে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে শেখ মোহাম্মদ তাওহীদুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা করা হয়।

যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল মারুফ। আর মোনাজাত পরিচালনা করেন নোমান উদ্দিন মনির।

(ঢাকাটাইমস/৬মে/পিএল)