এবার ইংল্যান্ডে পরীক্ষামূলক কনসার্ট

প্রকাশ | ০৬ মে ২০২১, ১৪:৫৮

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারির মধ্যে কয়েকটি দেশের পর এবার ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত হয়েছে পরীক্ষামূলক কনসার্ট। ছয় ঘণ্টাব্যাপী এই মিউজিক উৎসবে সুরে বুঁদ থেকে করোনার ভয় ভুলে ছিলেন সংগীতপ্রেমীরা৷

সপ্তাহান্তে আয়োজিত এ উৎসবে সংগীতের সুরে, তালে মেতে ছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ৷ মহামারি শুরুর পর খোলা আকাশের নীচে এই প্রথম এমন আয়োজন দেখলো লিভারপুলের মানুষ৷ খবর রয়টার্সের

ইংল্যান্ডের বিখ্যাত রক সংগীত দল বিটলস-এর জন্মভূমি লিভারপুলের সেফটন পার্কে আয়োজন করা হয় এই উৎসব৷ করোনার কারণে দীর্ঘদিন প্রায় গৃহবন্দি থাকা পাঁচ হাজার শ্রোতার মনের আনন্দ প্রকাশ পেয়েছে মেগান বাটলারের কথায়, ‘খুব ভালো লাগছে... চমৎকার লাগছে৷ কতদিন পর...!’।

আয়োজক সংগঠন ফেস্টিভ্যাল রিপাবলিক-এর ব্যবস্থাপনা পরিচালক মেলভিন বেন মনে করেন, এ উৎসবের সাফল্য দেখে অনেকেই হয়ত ভবিষ্যতে এমন আয়োজনে উৎসাহিত হবেন৷ তার মতে, ‘এভাবে আয়োজন করলে সবাই ২০১৯ সালের মতো পার্টির মেজাজে ফিরে যেতে পারবে৷’

ব্রিটিশ ব্যান্ড ব্লসমস-এর মূল গায়ক টম অগডেন এত দর্শকের উপস্থিতিতে আবার গাইতে পেরে মহাখুশি, ‘৪১৩ দিন পর আবার স্টেজে উঠলাম আমরা৷ সত্যিই অনেক দিন পর... এখানে আসতে পেরে আমরা খুব আনন্দিত৷’

রাত দশটা থেকে শুরু হয়ে যায় কারফিউ৷ তার আগেই শেষ হওয়া গানের এ আয়োজনে আবার একটু জীবন উপভোগের সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সি শ্রমিক হ্যারি স্মিথ৷ তিনি বলেন, ‘চলুন আবার জীবন উপভোগ করি, চলুন সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাই৷’

তবে উৎসবে করোনাকে দূরে রাখার সব ব্যবস্থাই ছিল৷ এমনকি স্থানান্তরযোগ্য টয়লেটেও ছিল স্যানিটাইজারের ডিসপেন্সিং স্টেশন৷ প্রবেশপথের রেলিংকেও স্যানিটাইজ করে বারবার জীবাণুমুক্ত করেন আয়োজকরা।

ঢাকাটাইমস/০৬মে/একে