১৭ দিনে ভার্চুয়াল কোর্টে জামিন পেল ৩৮৮ শিশু

প্রকাশ | ০৬ মে ২০২১, ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৭ কার্যদিবসে সারাদেশের শিশু আদালত থেকে ৩৮৮ জনকে জামিন দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে সংশোধনাগার থেকে মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকাটাইমসকে বিষয়টি জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি জানান, বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৫৪ হাজার ৯৬৯টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ২৯ হাজার ২৯১ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা কারামুক্ত হয়েছেন।

সাইফুর রহমান আরও বলেন, গত ৫ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৮৭টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ১ হাজার ৪৪৭ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতগুলোতে ভার্চুয়ালি শুনানি করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি, হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়। এছাড়াও সারাদেশের মহানগর ও জেলা আদালতগুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট মামলা পরিচালনা করবেন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট।

(ঢাকাটাইমস/৬মে/এআইএএম/এমআর)