সংসদ ভবনে হামলার পরিকল্পনা: দুই জঙ্গি রিমান্ডে

প্রকাশ | ০৬ মে ২০২১, ২০:০৪ | আপডেট: ০৬ মে ২০২১, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে শেরে বাংলা নগর থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দুই জঙ্গির পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন ওরফে সাকিব  এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামা।

এর আগে ডিএমপির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল বুধবার শেরে বাংলা নগর থানা এলাকা থেকে সন্ধ্যা পৌনে আটটার দিকে আল আমিন ওরফে সাকিবকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এছাড়া হামলার পরিকল্পনায় প্ররোচনা দেয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে বুধবার গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/০৬মে/এএ/ইএস