কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২০:২৬
অ- অ+

কোভিড-১৯ (করোনা) মোকাবেলায় দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরই অংশ হিসেবে ‘সঠিক নিয়মে মাস্ক পরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি’ শীর্ষক লেখা সম্বলিত নতুন একটি ফেসবুক ফ্রেম তৈরি করা হয়েছে। নতুন এই ফ্রেম সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ব্যবহার করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘কোভিডকালে আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে অত্যাবশ্যক হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমাদের আজকের এই ক্যাম্পেইনের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। মাস্ক পরা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যাতে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার উৎকর্ষতার যে প্রতিশ্রুতি সেটিও যেন নিশ্চিত করতে পারি। বিভিন্ন সময়ে এই ধরনের মহামারি মানুষ সম্মিলিতভাবে মোকাবেলা করতে পেরেছে। এবারেও সংকট আমরা বিজ্ঞানভাবনা দিয়ে কাটিয়ে উঠতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। এই ডিজিটাল ক্যাম্পেইনে সকল শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করে তার মধ্যদিয়ে আমাদের সামাজিক বন্ধন বাড়বে এবং আমরা আমাদের ম্যাসেজটি পৌঁছে দিতে পারবো।’

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা