সরকারি রাস্তার শতাধিক গাছ কাটলেন আ.লীগ নেতা!

প্রকাশ | ০৬ মে ২০২১, ২১:২৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের গোটিয়া এলাকায় সরকারি রাস্তার প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশের শতাধিক গাছ কেটে নিয়েছেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোতালেব হোসেন। গত চারদিন ধরে গাছগুলো কাটছেন তিনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে এসব গাছ কাটার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেননি তিনি।

এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন চামারী ইউনিয়নের গোটিয়া কাঁচা রাস্তার দুই ধারে লাগানো হয় দুই শতাধিক ইউক্যালিপ্টাস গাছ। গাছগুলো ইতোমধ্যে ৮ থেকে ১০ ইঞ্চি ব্যাসের পুরো হয়েছে। হঠাৎ গাছগুলোর উপর নজর পড়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেনের। চারদিন ধরে তিনি প্রশাসনের অনুমতি না নিয়েই গাছগুলো কাটছেন। দিন শেষে তা ভ্যান যোগে করাতকলে নিয়ে যাচ্ছেন।

বুধবার বিকালে সরোজমিনে দেখা যায়, গোটিয়া রাস্তার দু’পাশের অন্তত শতাধিক গাছের গোড়া পড়ে আছে। গাছ কাটছিলেন আটজন শ্রমিক। আর দুজন শ্রমিক কাটা গাছগুলো ভ্যানে করে করাতকলে নিয়ে যাচ্ছিলেন।

গাছ বহনকারী ভ্যানচালক আলী হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন গাছগুলো কেটে বিক্রি করছেন। তারা শুধু গাছগুলো বহন করে স্থানীয় স’মিলে নিয়ে যাচ্ছেন। চারদিন ধরে ছোট-বড় শতাধিক গাছ কাটা হয়েছে।

অভিযুক্ত আ.লীগ নেতা মোতালেব হোসেনের দাবি, গাছগুলো তারাই সরকারি রাস্তার পাশের জমিতে লাগিয়েছিলেন। এখন প্রয়োজন হওয়ায় তারা গাছগুলো কাটছেন।

সরকারি রাস্তায় গাছ কাটার প্রশাসনের অনুমতি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মোতালেব হোসেন বলেন, কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।

চামারী ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, সামাজিক বনায়নের গাছ অন্য কারও কাটার সুযোগ নেই। তবে তিনি কিভাবে গাছগুলো কাটছেন তা তারা জানা নেই।

সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম বলেন, গাছ কাটার অভিযোগ পেয়ে লোক পাঠিয়েছি। তবে সড়কের জায়গার গাছ কেউ কাটতে পারবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)