ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

প্রকাশ | ০৬ মে ২০২১, ২১:৫৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিস, সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহেরকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেপ্তার মাওলানা আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের সূদুর প্রসারি পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়।

এ সময়সে গত ২৭ মার্চ  অরুয়াইল পুলিশ  ক্যাম্পে দেশীয় অস্ত্র, কোচ, টেটা, বল্লম, লাঠি, ইট পাটকেল নিয়া অরুয়াইল অস্থায়ী পুলিশ ক্যাম্পটি ঘেরাও করে ক্যাম্পে অবস্থানরত পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের হত্যা করার লক্ষে  অস্ত্রগুলি ক্যাম্প লুটসহ সরকারি সম্পত্তি বিনষ্ট করার উদ্দেশ্যে ক্যাম্পের সামনের গেইট ভেঙে ক্যাম্পের ভেতরে প্রবেশ করে অস্ত্রগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এছাড়াও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও নয়জন হেফাজত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)