ড্র করে বাদ আর্সেনাল, হেরেও ফাইনালে ম্যান ইউ

প্রকাশ | ০৭ মে ২০২১, ০৪:২৫ | আপডেট: ০৭ মে ২০২১, ১২:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনাল পর্বের দ্বিতীয় লেগের খেলায় ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্যতে ড্র করেও বাদ পড়েছে আর্সেনাল। অন্যদিকে রোমার মাটিতে ৩-২ গোল ব্যবধানে হেরেও ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে ভিয়ারিয়াল-ম্যান ইউ একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

প্রথম লেগের খেলায় ঘরের মাঠে রোমাকে ৬-১ গোলে উড়িয়ে দিলে ফাইনাল তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। দ্বিতীয় লেগের ম্যাচটিতে রোমার বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৮-৪ গোলে এগিয়ে থাকে পগবা-কাভানিরাই।

এদিকে প্রথম লেগের ম্যাচে ভিয়ালরিয়ালের মাঠে ২-১ গোলে হারলেও ফাইনালে উঠতে তাদের পথটা খুব বেশি কঠিন ছিল না। ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতলেই অ্যাওয়ে গোলে এগিয়ে যেত তারাই। কিন্তু অ্যাওয়ে ম্যাচে গোলের দেখা পেলেও হোম ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি আর্সেনালের আক্রমণভাগের ফুটবলাররা। ফলে ম্যাচটি ড্র হলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকে স্প্যানিশ ক্লাবটিই।

রোমার বিপক্ষে এদিন ৩৯তম মিনিটে কাভানির দারুণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ফ্রেদের পাস ধরে এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের খেলায় তিন মিনিটের মধ্যে দুই গোল করে রোমা। ৫৭তম মিনিটে কাছ থেকে হেডে সমতা ফেরান এদিন জেকো। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে পরের গোলটি করেন ব্রায়ান ক্রিসতান্তে। ফলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৬৮তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে হেডে স্কোরলাইন ২-২ করেন কাভানি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে নিকোলা জালেভস্কির গোলে রোমা আবার এগিয়ে যায়। তবে প্রথম লেগের বড় জয়ে নিয়ন্ত্রণ থাকে ইউনাইটেডের হাতেই।

ম্যানচেস্টার সিটি ও চেলসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতেও ‘অল-ইংলিশ’ফাইনালের আশায় ছিলেন অনেকে। কিন্তু আর্সেনাল বিদায় নেওয়ায় সেটা হলো না।

(ঢাকাটাইমস/০৭মে/এমএম)