বিধ্বস্ত ভারতে সংক্রমণের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২১, ০৯:৩১

প্রাণঘাতী ভাইরাস করোনার ছোবলে টালমাটাল ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। সংক্রমণের তালিকাটাও লম্বা হচ্ছে প্রতিনিয়ত।

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জনের শরীরে, যা নতুন রেকর্ড। নতুন করে মারা গেছেন তিন হাজার ৯২০ জন।

দৈনিক আক্রান্ত হিসাবে ভারতে আজকের সংখ্যাই সর্বোচ্চ। এর আগে গত ১ মে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছিল।

সবমিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। মারা গেছেন দুই লাখ ৩৪ হাজার ৭১ জন।

এর আগের দিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছিল চার লাখ ১২ হাজার ৬১৮ জনের শরীরে। সেদিন মারা গেছেন তিন হাজার ৯৮২ জন।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৪১০ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৮০৪ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ৭৭ হাজারের বেশি। মারা গেছেন ৩২ লাখ ৬৯ হাজারের বেশি।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৭ জন।

ঢাকাটাইমস/৭মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :