বড় বোনের করোনা, দোয়া চাইলেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২১, ১২:১৬

ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী শবনম ফারিয়ার বড় বোন বন্যা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি ভারতের দিল্লিতে থাকেন। এই মুহূর্তে যেখানে করোনার সংক্রমণ খুবই ভয়াবহ পর্যায়ে রয়েছে। বহুদিন ধরে সেখানেই সপরিবারের বসবাস করছেন বন্যা। করোনার কারণে তার অ্যাজমা এবং ডায়াবেটিসের সমস্যা বেড়ে গেছে। কিন্তু অক্সিজেন সুবিধা পাচ্ছেন না।

এমন নাজুক পরিস্থিতিতে বড় বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলেন, আমার বাবা ডাক্তার ছিলেন। সবাই সব অসুস্থতায় বাবার কাছে আসতেন! আজ দিল্লিতে আমার বোন অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছে! আমরা হেল্পলেস, কিছু করার নেই। আপনার দোয়ার সময় আমার আপুর কথা একটু স্মরণ করবেন। ঢাকায় বসে আসলে দোয়া করা বা দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই।’

বোনদের সম্পর্কে জানিয়ে ফারিয়া ফেসবুকে লিখেছেন, বড় বোন আর মেঝো বোনের সঙ্গে তার বয়সের পার্থক্য ১৬ ও ১২ বছর। তিনি লিখেছেন, ‘অন্যদের বোনদের সাথে যেমন বন্ডিং থাকে আমার নাই! ইনফ্যাক্ট আমার বড় দুইবোনের নিজেদের মধ্যে যেই বন্ডিং সেইটা আমার সাথে নাই! আমার বয়স যখন সাড়ে তিন বড় আপুর বিয়ে হয়ে যায়, ৫ বছর বয়সে ছোট আপু পড়াশুনার জন্য বাসার বাইরে, তারপর তো বিয়েই হয়ে গেল আপুর! আমি সেভাবে কখনও বোনদের সাথে থাকি নাই, বরং ভাগ্না-ভাগ্নি আমার বন্ধু!’

আবেগাক্রান্ত হয়ে ফারিয়া লিখেছেন, ‘বয়সে যুগের পার্থক্য থাকায় আমার সাথে বোনদের একটা জেনারেশন গ্যাপ সব সময়ই প্রকট! তার উপর তাদের সব সময় মনে হতো ‘ভালো ফ্যামিলির মেয়েরা মিডিয়াতে কাজ করে না’, এইটা নিয়ে আমার দুঃখের সীমা-পরিসীমা নাই! কখনও উৎসাহ দুরের কথা, পারলে দুই-চারটা কথা শোনানোর সুযোগ পেলে মিস করে না! কষ্ট উপর ডাবল কস্ট!’

তবু এই কষ্টের মাঝেও বোনের বিপদের দিনে তার জন্য সবার কাছে দোয়া চাইলেন শবনম ফারিয়া। এই অভিনেত্রীর ফেসবুকে দেয়া একাধিক স্ট্যাটাস থেকে জানা যায়, বড় বোনের পাশাপাশি তার দুলাভাই এবং ভাগ্নে-ভাগ্নিরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্য সবাই মহামারির ধকল কাটিয়ে উঠলেও বোন বন্যা এখনও কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

ঢাকাটাইমস/০৭মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল

ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা অলিউল হক রুমি

এই বিভাগের সব খবর

শিরোনাম :