হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ | ০৭ মে ২০২১, ১২:৪১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক, জমিয়তে ওলামায়ে ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার  সন্ধ্যায়    ফেনী জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। গ্রেপ্তার ইয়াকুব ওসমানী ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও সহিংসতার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিষয়টি জেলা পুলিশের এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়য়গায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এ ঘটনায় এ পর‌্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় দুইটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ৪২৫ জন।

(ঢাকাটাইমস/৭মে/পিএল)