মাছ ধরা নিয়ে ফ্রান্স-যুক্তরাজ্যের উত্তেজনা কমেছে

প্রকাশ | ০৭ মে ২০২১, ১৪:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মাছ ধরার স্বত্ব নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যেকার উত্তেজনা প্রশমিত হয়েছে। দুই প্রতিবেশি দেশের মধ্যে  উত্তেজনা এতটাই তুঙ্গে ওঠে যে, বৃটেন বিকর্কিত জলসীমায় দুটি যুদ্ধজাহাজ পাঠায়। এরপর যুক্তরাজ্য তাদের নজরদারি জাহাজ প্রত্যাহার করে নিলে উত্তেজনা কমতে থাকে।

এর আগে বৃটেনের জার্সি দীপাঞ্চলের জলসীমানায় ফ্রান্সের জেলেরা প্রতিবাদের আয়োজন করে। উত্তরাঞ্চলীয় ফরাসি উপকূল সংলগ্ন বৃটেনের জলসীমায় তাদের ঢুকতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফরাসি জেলেরা এএফপিকে জানায়, ‘আমরা এই জলসীমায় বহুকাল ধরে মৎস শিকার করেছি, হঠাৎ এক রাতে আমাদের বলা হয়, এখানে মাছ ধরার অধিকার তোমাদের নেই।

বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসন এক বিবৃতিতে জানান, বৃটেন নজরদারি যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নিচ্ছে।  সংকটের অবসান হয়েছে। আমরা আরও অতিরিক্ত যে কোনো সহায়তা দিতে প্রস্তুত থাকবো।

 

ঢাকাটাইমস/০৭মে/কেআই)