সালথায় পাঁচ শতাধিক দুস্থকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ০৭ মে ২০২১, ২১:৩১ | আপডেট: ০৭ মে ২০২১, ২১:৪০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের মহামারিকালে মানবিক সহযোগিতার দিক বিবেচনায় ফরিদপুরের সালথা উপজেলায় পাঁচ শতাধিক কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন আমেনা রশিদ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকাল ১১টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, আমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু প্রমুখ।

আমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, করোনা মহামারির আঘাতে সালথার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এখানে নিম্ন আয়ের মানুষেরা মানবতার জীবন-যাপন করছে। তাদের এসব বিষয় বিবেচনা করে আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসমগ্রীর মধ্যে রয়েছে ভাতের চাল, পোলার চাল, আলু, চিনি, তেল, ডাল, সেমাই, দুধ ও নগদ অর্থ।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)