ফিলিস্তিনি জনগণ বিজয়ী হবেই: আল-আকসা মসজিদের খতিব

প্রকাশ | ০৮ মে ২০২১, ১০:৪৪

আন্তর্জাতিক ডেস্ক

মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদের খতিব বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করেছে তারা ঐশী প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে এবং তাদের জানা উচিত ফিলিস্তিনি জনগণ বিজয়ী হবেই।

শায়খ ইউসুফ আবু ইসনিনা শুক্রবার জুমাতুল বিদা ও কুদস দিবস উপলক্ষে আল-আকসা মসজিদের দেয়া খুতবায় এসব কথা বলেন।

আল-আকসা মসজিদের খতিব এই মসজিদের পবিত্রতা লঙ্ঘনের ইহুদিবাদী ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বলেন, সামনের দিনগুলোতে দখলদাররা আরও বেশি আগ্রাসী আচরণ করতে পারে কিন্তু ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি মুক্ত করার আন্দোলনে অটল ও অবিচল থাকবে। খবর পার্সটুডের

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্ব কুদস দিবস পালন করতে না দেয়ার লক্ষ্যে ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীরে ব্যাপক কড়াকড়ি আরোপ করা সত্ত্বেও শুক্রবার প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদ ও এর চত্বরে জুমার নামাজ আদায় করেছেন। তারা নামাজ শেষে কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন।

ঢাকাটাইমস/০৮মে/একে