এবারও কবিগুরুর জন্মদিনে কুঠিবাড়িতে নেই আয়োজন

প্রকাশ | ০৮ মে ২০২১, ১২:৪৬

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম  জন্মবার্ষিকী আজ। করোনার প্রভাবে গত বছরের মতো এবারও ২৫ বৈশাখের এই দিনে তার জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি নেয়নি জেলা ও উপজেলা প্রশাসন। কবিগুরুর প্রিয় সিরাজগঞ্জের শাহজাদপুরের কুঠিবাড়ি প্রাঙ্গণে নীরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে।

কিন্তু প্রতিবছর কবিগুরুর জন্মদিনে রবীন্দ্র কুঠিবাড়িতে তিন থেকে সাত দিনব্যাপী উৎসবের আয়োজন করত জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। এই সময়টা রবীঠাকুরের হাজার হাজার ভক্তদের পদচারণায় মুখরিত থাকত এই কাচারিবাড়ি।

শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জামান বলেন, ‘করোনা প্রতিরোধে গতবছরের মতো এবছরও কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা যায়নি। যা কবিগুরুর ভক্তদের ও আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক।’

এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ভার্চুয়ালি কোনো আনুষ্ঠানিকতার নির্দেশনা নেই বলেও জানান এই কর্মকর্তা।

শিল্পকলা একাডেমির সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘কবিগুরুর জন্মবার্ষিকীতে আমরা সাধারণত তিন দিনব্যাপী নানান আয়োজন করে থাকি। তবে করোনার কারণে গতবছরের মতো এবারও কোনো কার্যক্রম হাতে নেয়া সম্ভব হয়নি। তবে ২৭ বৈশাখ (১০ মে) ভার্চুয়ালি সীমিত কিছু আয়োজন করেছি। সেখানে অল্পকিছু গান, কবিতা ও নাচের প্রোগ্রাম থাকবে।’

(ঢাকাটাইমস/৮মে/পিএল)