আটকে আছে কুবির আধুনিক ওয়েবসাইটের কাজ

রাকিবুল হাসান, কুবি
 | প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৩:৫৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান ওয়েবসাইটের বদলে ১০ লাখ টাকা ব্যয়ে আধুনিক ওয়েবসাইট তৈরির কাজ আটকে আছে। ওয়েবসাইট তৈরির জন্য গঠিত কমিটির কাজ আপাতত স্থগিত আছে।

বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ওয়েবসাইট বিষয়ক কমিটির প্রধান রাশেদুল ইসলাম শেখ।

তিনি বলেন, ‘আমরা ওয়েবসাইটের কাজ অনেক দূর এগিয়েছিলাম। কিন্তু কাজ স্থগিত রাখতে বলায় আর এগুনো যায়নি।’

অন্যদিকে, বর্তমানে ওয়েবসাইট নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তথ্যের অপর্যাপ্ততা, অল্পতেই সার্ভার ডাউন হয়ে যাওয়াসহ নানা অভিযোগের কথা জানা গেছে। নতুন ওয়েবসাইট নির্মাণের ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, সংশ্লিষ্টদের মাঝে সাময়িক স্বস্তি এলেও এই সময়ে এসে আটকে গেছে কাজ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারতিলা হাসান বলেন, ‘আমাদের ওয়েবসাইট সময়ের তুলনায় অনেক পিছিয়ে আছে। এ বছরের শুরুর দিকে শুনেছিলাম ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু এতদিনেও কোন ফলাফল দেখতে পাইনি। আমরা চাই, দ্রুত নতুন ওয়েবসাইট প্রকাশের দিকে প্রশাসন যেন দৃষ্টি দেয়।’

নতুন ওয়েবসাইট প্রকাশের ক্ষেত্রে কারা কাজ করছেন জানতে চাইলে অধ্যাপক রাশেদুল ইসলাম শেখ জানান, বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী, বিশ্ববিদ্যালয় আইটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম সাঈদুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মাসুদুল হাসান ওয়েবসাইট বিষয়ক কমিটিতে আছেন।

তিনি আরও বলেন, ‘আমরা ১৪টি কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম। তার মধ্যে নয়টি কোম্পানি রেসপন্স করেছিল। সেখান থেকে পাঁচটি কোম্পানি আমাদের কাছে ওয়েবসাইটের ডেমো দিয়েছিল। আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সামনে সেই ডেমোগুলো উপস্থাপন করতে। সেখানে সবাই যেটা পছন্দ করে সেটাই বাছাই করার কথা ভাবছিলাম।’

তবে কবে নাগাদ কাজ পুণরায় শুরু হবে এ বিষয়ে কিছুই বলতে পারেননি অধ্যাপক রাশেদুল ইসলাম শেখ।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের এ কাজ আপাতত স্থগিত রাখতে বললেও কেনো স্থগিত রাখতে বলেছে সে বিষয়ে কিছু বলে নি। এবং কবে নাগাদ আবার কাজ শুরু হবে সে বিষয়েও কিছু জানি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের বলেন, ‘আমরা কয়েকটি কোম্পানির কাজ চূড়ান্ত করেছি। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে এগুতে হবে। উপাচার্য স্যার দেশের বাইরে থাকায় সেটা সম্ভব হচ্ছিল না।’

প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসে আবু তাহের প্রথমবারের মতো পুরোনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট প্রকাশের কথা গণমাধ্যমে জানান।

সেসময় তিনি বলেছিলেন, ‘আমরা নতুন ওয়েবসাইটের জন্য লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখকে প্রধান করে একটা কমিটি গঠন করেছি। এই কমিটি সফটওয়্যার ফার্মগুলোর সঙ্গে আলোচনা করে একটি আধুনিক ওয়েবসাইট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে।’

(ঢাকাটাইমস/৮মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :