দারুণ জয়ে লীগে শক্ত অবস্থানে বাংলাদেশ পুলিশ

প্রকাশ | ০৮ মে ২০২১, ১৪:১৮ | আপডেট: ০৮ মে ২০২১, ১৪:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) খেলায় শুক্রবারে নিজেদের ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও উত্তর বারিধারাকে শেষ পর্যন্ত ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে রয়েছে ক্লাবটি।  

দেশের ফুটবলের সবচেয়ে বড় আসরে বাংলাদেশ পুলিশের রেলিগেশনে পড়ার সম্ভবনা দেখা দিয়েছিল। কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে লিগে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ক্লাবটির ফুটবলাররা। সেই লক্ষ্যেই শুক্রবার বারিধারার বিপক্ষে মাঠে নামে দলটি।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর উত্তর বারিধারা পেনাল্টি গোলে এগিয়ে যায় ৬৩ মিনিটে। অধিনায়ক সুমন রেজা পুলিশের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বারিধারা। উজবেকিস্তানের ফজিলভ নিখুঁত শটে গোল করেন।

ম্যাচে পিছিয়ে পড়া বাংলাদেশ পুলিশ গোলের জন্য মরিয়া হয়ে উঠে। শেষ পর্যন্ত প্রথম সফলতা আসে ৭৪তম মিনিটে। জয়ের নায়ক মোহাম্মদ জুয়েল এ সময় গোল করে দলকে সমতায় ফেরান। ২০ বছরের এ ফুটবলারের কল্যাণেই জয় পায় পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা দলটি। ৮৬তম মিনিটে তার পা থেকেই আসে ম্যাচের তৃতীয় এবং পুলিশের দ্বিতীয় গোল।

এর আগে লীগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ২-২ গোলে শক্তিশালী প্র‌তিপক্ষ আবাহনী লিমিটেডের সাথে ড্র করেছে। এ পর্যন্ত লীগে অনুষ্ঠিত ১৫টি ম্যাচ খেলে মোট ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৮ম স্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ।

 (ঢাকাটাইমস/০৮মে/এমএম)