নিশোর লেখা গল্পে ঈদের নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৫:১১

বাংলা নাট্য জগতের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অভিনয় প্রতিভা দেখিয়ে বহু আগেই তিনি লাখো দর্শকের মন জিতে নিয়েছেন। হয়েছেন ছোট পর্দার সবচেয়ে দামী অভিনেতাদের একজন। ইতোমধ্যে নাটক রচয়িতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদের একটি নাটকের গল্প লিখলেন নিশো।

জানা গেছে, নতুন নাটকটির নাম ‘মেরুন’। গল্প লেখার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন নিশো। তার বিপরীতে আছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। নিশোর লেখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

ঢাকা শহরে মেরুন রঙের বাসে চলা দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে। এর গল্প প্রসঙ্গে নিশো বলেন, ‘এবারের ঈদে খুব কম কাজ করেছি। তার মধ্যে একটি নাটকের গল্প নিজে লিখেছি। দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি। আশা করি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

নির্মাতা মাহমুদুর রহমান বলেন, ‘মেরুন হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙের বাসে প্রতিদিন একটি ছেলে একটি মেয়েকে অনুসরণ করে। প্রথম দেখায় প্রেম থেকে শুরু হয় গল্প। সেই থেকে বাসের পেছনের সিট থেকে দুজনের প্রেমের পরিণতির গল্প বলা হয়েছে নাটকে।’

তিনি আরও জানান, ‘পুরো নাটকটি শুটিং হয়েছে একটি বাসে। নিশো ভাইয়ের এই গল্পকে একটা ভিজুয়াল রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শক গল্পটা উপভোগ করবেন।’

অভ্র দ্বীপ্ত ব্যানার্জির চিত্রনাট্যে নিশো-মেহজাবিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন, রত্না খান, নিকুল কুমার বিশ্বাস, তামজিদ তন্মায় ও নিপুণ চৌধুরী। নাটকটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

ঢাকাটাইমস/০৮মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :