শাহজালালে সোয়া কোটি টাকার সোনা জব্দ

প্রকাশ | ০৮ মে ২০২১, ১৬:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া কোটি টাকা মূল্যের দুই কেজি দুই গ্রাম সোনা জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে সৌদি আরব ফেরত বাহার মিয়া নামে এক যাত্রীর কাছে থাকা প্রেসার কুকার ও চার্জার লাইটের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, দুপুরে ঢাকা প্রিভেনটিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। দুপুর একটার দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সৌদি আরব থেকে আসা ফ্লাইটের (এসভি ৩৫৮০) যাত্রী বাহার মিয়ার লাগেজে তল্লাশি করা হয়। তার কাছে কোনো স্বর্ণবার আছে কিনা জানতে চাইলে তিনি প্রথমে তা অস্বীকার করেন। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে সেখানে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে প্রেসার কুকার ও চার্জার লাইট ভেঙে দুই কেজি দুই গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে ওই যাত্রীর নাম বাহার মিয়া এবং বাড়ি খাগড়াছড়ি জেলায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও বাহার মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঢাকাটাইমসকে বলেন, এ ধরনের ঘটনা নিয়ে এখনও আমাদের থানায় আসেনি।

ঢাকাটাইমস/০৮মে/এএ/এমআর