১০০ শিশুর মুখে হাসি ফুটাল ‘হাসিমুখ’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায়, দুস্থ, ছিন্নমূল ১০০ শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’। নতুন জামা পেয়ে শিশুরা আনন্দিত-উচ্ছসিত। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম।

‘শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাকজিল খলিফা কাজল। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী ও হাসান মাহমুদ পারভেজ, নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাঁদরিন প্রমুখ।

সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে ‘হাসিমুখ’ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ছাত্রছাত্রীদের হাতখরচের টাকা বাঁচিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের সাধ্যমতো কাজ কাজ করছি। অসহায় দুস্থ শিশুর পরিবার অর্থের অভাবে নতুন জামা কিনতে পারে না। তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

(ঢাকাটাইমস/৮মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :