ক্যামিকেল মিশ্রিত আম বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:৫৭

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজারে ফলের আড়ৎ থেকে শনিবার দুপুরে বিপুল পরিমাণ ভেজাল, অস্বাস্থ্যকর ও ক্যামিকেল মিশ্রিত মজুদ রাখা আম উদ্ধার করেছেন র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় তিনজন অসাধু আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ শনিবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজারে ফলের আড়ৎ বিপুল পরিমাণ ভেজাল, অস্বাস্থ্যকর ও ক্যামিকেল মিশ্রিত আম মজুদ ও বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে ফলের আড়তে অভিযান পরিচালনা করে আড়তের অসাধু ব্যবসায়ী মস্তফাপুর এলাকার হাসেন উদ্দিন বেপারীর ছেলে আ. মান্নান বেপারী (৭০), ঝিকরহাটি গ্রামের মো. আক্তার খানের ছেলে মো. রহমতুল্লাহ (২৮) এবং একই এলাকার আব্দুল আজিজ খানের ছেলে মো. সেলিম খান (৩৯) এর ফলের আড়ত হতে ভেজাল অস্বাস্থ্যকর এবং মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক সম্বলিত ৮০ কেজি আম উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত। এ সময় জেলার কৃষি কর্মকর্তা এবং ভোক্তা অধিকারের প্রতিনিধিদের উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :