বিশ্ব মা দিবস আজ

প্রকাশ | ০৯ মে ২০২১, ০৯:৫৫

ঢাকাটাইমস ডেস্ক

বিশ্ব মা দিবস আজ। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম।

মা ও সন্তানের আত্মিক বন্ধন নিয়ে রচিত হয়েছে বহু গান, কবিতা, গল্প, উপন্যাস। সৃষ্টি হয়েছে বহু কালজয়ী শিল্পকর্ম। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় মা দিবসের প্রচলন। যদিও প্রাচীন গ্রীক ও রোমানদের মধ্যেও মাকে সম্মান জানাতে বিশেষ দিবসের প্রচলন ছিল বলে জানান ইতিহাসবিদরা।

নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালবাসা জানানো হয় মমতাময়ী মায়ের প্রতি। মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেওয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।

করোনাভাইরাস মহামারির কারণে এবার দিবসটি উপলক্ষে বড় কোনো আয়োজন নেই। তবে মা তো ঘরের মধ্যমণি। তার বৃত্তেই প্রদক্ষিণ করে সন্তানরা। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাইলে তার জন্য আয়োজনের প্রয়োজন হয় না।

যারা মায়ের থেকে দূরে থাকেন, তাদের আজ মায়ের সঙ্গে কথা হয়েছে। যদি না হয় ব্যস্ততার মাঝেও দুই মিনিট তার সঙ্গে কথা বলুন।

ঢাকাটাইমস/০৯মে/একে