আবিদের ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মে ২০২১, ১১:৩৪ | প্রকাশিত : ০৯ মে ২০২১, ১১:২৪

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার আবিদ আলির ডাবল সেঞ্চুরিতে চালকের আসনেই রয়েছে সফররত পাকিস্তান। দ্বিতীয়দিনের খেলায় ৮ উইকেটে ৫১০ রান করে ইনিংশ ঘোষণা করে বাবর আজমরা। জবাবে ব্যাট করতে জিম্বাবুয়ে তুলে ৪ উইকেটে মাত্র ৫২ রান তুলে দিনশেষ করে স্বাগতিকরা।

৪ উইকেটের বিনিময়ে ২৬৮ রান সংগ্রহ করা পাকিস্তান দ্বিতীয়দিন ফের ব্যাট করতে নামে। তবে ব্যাট হাতে বেশিক্ষণ থাকতে পারেননি সাজিদ খান। ফিরেছেন ২০ রানে। পরের উইকেটে ব্যাট করতে আসা দলীয় উইকেটকিপার ব্যাটসম্যান করেছেন ২১ রান। হাসান আলি আউট হওয়ার পূর্বে কোনো রানই তুলতে পারেননি।

৩৪১ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে রানের পাহাড় গড়তে সাহায্য করে আবিদ-নোমান জুটি। অষ্টম উইকেট পার্টনারশিপে দুজন মিলে তুলেন ১৬৯ রানের জুটি। মাত্র ৩ রানের আক্ষেপ থেকে যায় পাকিস্তানি বোলিং অলরাউন্ডার নোমান আলির। ১০৪ বলে ৯৭ রান তুলে আউট হন তিনি।

এদিকে ব্যক্তিগত প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার আবিদ আলি।৪০৭ বলে ২৯টি চারের মারে ২১৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দলীয় পেসার ব্লেসিং মুজারাবানি। এছাড়া দুটি উইকেট নেন টেন্ডাই চিসোরা।

এদিকে পাকিস্তানের করা ৫১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ভাঙে জিম্বাবুয়ের শুরুর জুটি। মাটি কামড়ে পড়ে থেকে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও কেভিন কাসুজা। কিন্তু থিতু হয়ে ফিরে যান কাসুজা। আগের টেস্টের মতো এবারও তিনি হাসান আলির শিকার। ব্যাটের কানায় লেগে বোল্ড হন এই ওপেনার।

ব্রেন্ডন টেইলরকে টিকতে দেননি শাহিন শাহ আফ্রিদি। এই পেসারের বাড়তি বাউন্সে কট বিহাইন্ড হন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক। শুম্বাও ফেরেন উইকেটে জমে গিয়ে।

সাজঘরে ফেরা জিম্বাবুয়ের চার ব্যাটসম্যানের একজনও যেতে পারেননি দুই অঙ্কে। চাপে পড়া দলের এক প্রান্ত আগলে রেখেছেন চাকাভা। ২৮ রানে ব্যাট করছেন তিনি।

(ঢাকাটাইমস/০৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :