সেই স্পিডবোটের মালিক গ্রেপ্তার

প্রকাশ | ০৯ মে ২০২১, ১২:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরোনো ঘাটে বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় ২৬ জনের মৃত্যুতে করা মামলার আসামি সেই স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকাল চারটায় কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানাবে র‌্যাব।

গত ৩ মে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে স্পিডবোট মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল একটি স্পিডবোট। বাংলাবাজার ফেরিঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও এক নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় সেইদেন মধ‌্যরাতেই শিবচর থানায় নৌ পুলিশ বাদী হয়ে স্পিডবোটের মালিক-চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকাটাইমস/৯মে/এসএস/এমআর