ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এপিসিতে অগ্নিসংযোগকারী গ্রেপ্তার

প্রকাশ | ০৯ মে ২০২১, ১৩:৫৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড এলাকায় পুলিশের এপিসিতে আগুন দেওয়া সেই হেফাজতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম।

শনিবার বিকালে গাজীপুর সদর থেকে জাকারিয়া আহমেদ প্রীতম নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এপিসি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার প্রীতমের বড়ি সরাইল উপজেলার নোয়াগাও পশ্চিমপাড়ায়। তিনি এপিসিতে আগুন দিয়ে পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে গাজীপুরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন প্রীতম।

(ঢাকাটাইমস/৯মে/পিএল)