হলুদ তরমুজ চাষে ইসমাইলের সাফল্য

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
 | প্রকাশিত : ০৯ মে ২০২১, ১৪:৫৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো চাষ হয়েছে হলুদ তরমুজ। পাকুন্দিয়ার দাওরাইট গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন তার জমিতে হলুদ তরমুজ চাষ করেন। সুন্দর রঙ, আকারে ছোট, রসালো আর সুস্বাদু হওয়ায় হলুদ তরমুজ ক্রেতাদের আকৃষ্ট করছে সহজেই।

কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এ তরমুজ চাষ করেছেন ইসমাইল। প্রতিদিনই দূর-দুরান্ত থেকে ক্রেতারা এ তরমুজ কিনতে আসছেন। সরাসরি জমি থেকে সুলভমূল্যে বিষমুক্ত ফল কিনতে পেরে সন্তুষ্ট প্রকাশ করছেন ক্রেতারা। অন্যদিকে, ইসমাইলের সাফল্য দেখে এলাকার অন্যান্য বেকার যুবকরাও হলুদ তরমুজ চাষে উৎসাহিত হচ্ছেন।

ইসমাইল হোসেন কৃষি কর্মকর্তাদের পরামর্শে অনেকটা অনিশ্চয়তা নিয়েই ২৫ শতাংশ জমিতে হলুদ তরমুজের চাষ শুরু করেন। এতে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। তবে ফলন ভালো হওয়ায় এখন তিনগুণ লাভের প্রত্যাশা করছেন তিনি।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন জানান, হলুদ তরমুজ চাষ সম্প্রসারণে কৃষকদের সবরকম সহায়তা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি চাষ করে ইসমাইলের মতো গ্রামের শিক্ষিত বেকাররাও অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারেন।

(ঢাকাটাইমস/৯মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :