করোনায় আক্রান্ত বাবাকে বাঁচাতে পারলেন না সাকারিয়া

প্রকাশ | ০৯ মে ২০২১, ১৫:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন ভারতীয় উদীয়মান পেসার সাকারিয়া। আইপিএল বন্ধ হয়ে যাওয়াই পাওনার কিছু টাকা পেয়েছিলেন তিনি। আর সেই টাকা দিয়েই করোনাক্রান্ত বাবার চিকিৎসা করান রাজস্থান রয়্যালসের এই তারকা। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে বাবা কানজিভাই সাকারিয়াকে বাঁচাতে পারলেন না তিনি।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সাকারিয়ার বাবার মৃত্যুর খবর। টুইটারে তারা লিখেছে, ‘মিস্টার কানজিভাই সাকারিয়ার মৃত্যুর খবর জানানো আমাদের জন্য কষ্টের। তিনি আজ (রোববার) করোনার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন। আমরা চেতন সাকারিয়ার পাশেই আছি। তার পরিবারের এই কঠিন সময়ে সবধরনের সমর্থন দিচ্ছি।’

এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন সাকারিয়া। নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান। করোনাভাইরাসের কারণে এবারের আসর স্থগিত হয়ে যাওয়ায় খুশি হতে পারেননি সৌরাষ্ট্রের এ পেসার। কেননা আইপিএল থেকে তার উপার্জিত অর্থ দিয়েই চলছে বাবার চিকিৎসা।

আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থানের হয়ে সাত ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন সাকারিয়া।

(ঢাকাটাইমস/০৯মে/এমএম)