সাউথইস্ট ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ০৯ মে ২০২১, ১৭:০২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮১ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্র্রতি সমন্বিতভাবে আয় (ইপিএস) হয়েছিল দুই টাকা ১১ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৯৮ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন ।

(ঢাকাটাইমস/০৯মে/এসআই)