হাইকোর্টের পাঁচ রায় বাংলায় অনুবাদ হলো সফটওয়্যারে

প্রকাশ | ০৯ মে ২০২১, ১৭:৫০ | আপডেট: ০৯ মে ২০২১, ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘আমার ভাষা’ সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের পাঁচটি মামলার রায় বাংলায় অনুবাদ করা হয়েছে।

রবিবার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।

তিনি জানান, এসব মামলার রায় বাদী ও বিবাদী পক্ষ এবং জনসাধারণের বোঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলায় অনূদিত এ রায়কে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ব্যবহারিক ও সরকারি কাজে শুধুমাত্র আদালতের প্রকাশিত ইংরেজি রায়টিকে যথার্থ বলে গণ্য করা হবে। রায় বাস্তবায়নের জন্য ইংরেজি ভাষায় প্রদত্ত রায়টিকেই অনুসরণ করতে হবে।

 

অনূদিত রায়ের লিংক

http://ww3.supremecourt.gov.bd/web/?page=judgment_sub.php&menu=11

 

ঢাকা টাইমস/ এআইএম