সোমবার মমতার মন্ত্রিসভার শপথ, নতুন মুখ ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫২ | প্রকাশিত : ০৯ মে ২০২১, ২১:৩২

আগামীকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যরা করোনাভাইরাসের কারণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দপ্তর।

স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রাজভবনে যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরোনো মন্ত্রীদের অনেকেই থাকছেন। মমতার এবারের এই মন্ত্রিসভায় নতুন মুখের ছড়াছড়ি। নতুন ১৭ জন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন।

এদিকে, নির্বাচনে প্রার্থী না হয়েও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রাজ্যের সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।

তবে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, সোহম চক্রবর্তীর মতো তারকা প্রার্থীরা মন্ত্রী তালিকায় স্থান পাননি। কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও মন্ত্রিসভার তালিকায় নাম নেই সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও।

এবারের বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রাজভবনে মমতা মন্ত্রীদের যে তালিকা জমা দিয়েছেন তাতে টালিউডের কোনো তারকার নাম নেই।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। প্রার্থীর মৃত্যুর কারণে দুইটি আসনে নির্বাচন স্থগিত আছে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :