ভালুকায় নকল প্রসাধনী, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ০৯ মে ২০২১, ২২:০১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ভালুকায় নকল প্রসাধনী উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়।

শনিবার বিকাল ৫টার দিকে ভালুকা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াবদার মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

ভালুকা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াবদার মোড়ে ব্যবসায়ী গাজী লুৎফর রহমান ভাড়া বাসায় এসব প্রসাধনী উৎপাদন ও বিক্রি করতেন। তিনি মাদারীপুরে ডাসা উপজেলার গাজী গোলাম মোস্তফার ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন ভালুকা থানার এসআই মো. ইকবাল হোসেন, এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আতাউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৯মে/কেএম)