মির্জাপুরে সরকারি মাটি বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

প্রকাশ | ০৯ মে ২০২১, ২২:১৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে সরকারি খালেরপার কেটে মাটি বিক্রির অপরাধে শাজাহান মিয়া নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এ সাজা দেন।
উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্রামের শাজাহান মিয়া দীর্ঘদিন ধরে উত্তর রুয়াইল এলাকায় সরকারি খালেরপার কেটে মাটি বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে শাজাহান মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম। পরে মাটিকাটার অপরাধে তাকে ৩ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের হাকিম জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
(ঢাকাটাইমস/৯মে/এলএ)