মির্জাপুরে সরকারি মাটি বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২১, ২২:১৬

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে সরকারি খালেরপার কেটে মাটি বিক্রির অপরাধে শাজাহান মিয়া নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এ সাজা দেন।

উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্রামের শাজাহান মিয়া দীর্ঘদিন ধরে উত্তর রুয়াইল এলাকায় সরকারি খালেরপার কেটে মাটি বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে শাজাহান মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম। পরে মাটিকাটার অপরাধে তাকে ৩ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের হাকিম জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :