সিরাজগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা, স্বাস্থ্যবিধির দেখা নেই

খ.ম একরামুল হক, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ১০ মে ২০২১, ১৩:৪৬

ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জবাসী। পছন্দের জিনিসপত্র কিনতে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। ফলে প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে তাদের মধ্যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির দেখা নেই।

স্বাস্থ্যবিধি মেনে সকলকে বেচাকেনা করার নির্দেশনা ও মাস্ক পরিধান এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হলেও বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে আগত ক্রেতাদের অধিকাংশের মুখে নেই কোন মাস্ক। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রেতা বা সেলসম্যানের মুখেও মাস্ক দেখা যায়নি।

সিরাজগঞ্জ শহরের এবি সুপার মার্কেট, মুক্তা প্লাজার, সরকার প্লাজার, সিদ্দিক প্লাজার, মোস্তফা প্লাজার, মেলা, উৎসব, ১ নম্বর খলিফা পট্টি, নিউ মার্কেটসহ বিভিন্ন ছোটবড় মার্কেট ও ফুটপাতের বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, বিপনি বিতানগুলোতে বিপুল সংখ্যক ক্রেতারা কেনাকাটা করার জন্য ভিড় করছেন। বেশির ভাগ মার্কেট ও বিপনি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করতে এসেছেন।

গৃহবধূ সালমা খাতুন তার দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মার্কেটে এসেছেন নতুন পোশাক কিনতে। তিনি বলেন, ‘অনেক দিন ঘরবন্দি ছিলাম। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে বের হয়েছি।’

এদিকে স্বাস্থ্যবিধি না মানার কারণ সম্পর্কে ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, ‘সকাল থেকেই মার্কেটে ঘুরছি। এই গরমে দম নিতেও কষ্ট হচ্ছে। তাই মাস্ক খুলে পকেটে রেখেছি।’

ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারের লকডাউন ঘোষনায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা কিছুটা আর্থিক সংকটে পড়েছিলেন। এবার সরকার লকডাউন শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সিন্ধান্ত নেয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহ খানেক আগেও তেমন একটা বেচাকেনা ছিলনা বললেই চলে। তবে গত ২/৩ দিন ধরে হঠাৎ ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেড়ে গেছে।

মানুষের মধ্যে করোনা আতঙ্ক কিছুটা কমেছে বলে মন্তব্য করে এসএস রোড এলাকায় ফুটপাতে গেঞ্জি বিক্রেতা নান্নু বলেন, ‘কয়েক দিন ধরে দোকানে বেচাকেনা বেশ ভালো। দোকানে ভিড়ও বেশি। স্বাস্থ্যবিধি মেনেই দোকানে বেচাকেনা করা হচ্ছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘ঈদকে সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করে সেই লক্ষে আমরা কাজ করছি।’

(ঢাকাটাইমস/১০মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :