মাকে নিয়ে ট্রোল, বিচার চাইলেন ভাবনা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২১, ১৬:১২

হাতকাটা ব্লাউজ পরে বইমেলায় গেলেন কেন- শুধুমাত্র এই কারণে কিছুদিন আগে ট্রোলড হন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্ক শেষ না হতেই এবার ট্রোলের শিকার হলেন ভাবনার মা। ঘটনার সূত্রপাত, মা দিবসের দিনে মাকে শুভেচ্ছা জানানো এবং কেক কাটাকে কেন্দ্র করে।

এদিন ভাবনা তার মাকে শুভেচ্ছা জানান এবং একটি কেকও কাটেন। সেই ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। এর পরই ধেয়ে আসে একের পর এক বাজে মন্তব্য। কেউ কেউ ভাবনার মায়ের টিপ পরা নিয়ে প্রশ্ন তোলেন। জানতে চার তিনি হিন্দু নাকি মুসলিম। আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, অভিনেত্রী মা ওড়না কেন ব্যবহার করেননি।

এসব মন্তব্যের কড়া সামলোচনা করেছেন অভিনেত্রী ভাবনা। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ওইসব মন্তব্যকারীদের বিচারও চেয়েছেন। লিখেছেন, ‘মা দিবসে মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই-একটাকে শাস্তি দেয় না, বুঝি না।’

এছাড়া ফেসবুকে দেয়া অন্য একটি পোস্টে ভাবনা লিখেছেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা নাকি হিন্দু। আমার মা হিন্দু হোক, আর মুসলিম হোক তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়েও বাজে মন্তব্য করে।’

অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে আমার কলিগরা কোনোদিন প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। তবে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছে। প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মায়েদের নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের শাস্তি দেয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।’

ঢাকাটাইমস/১০মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :