এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২১, ১৯:১৯
ফাইল ছবি

করোনা মহামারি প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় আসন্ন ঈদুল ফিতরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। গত দুই ঈদের ধারাবাহিকতায় এবারও স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সোমবার সাংবাদিকদের জানান, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না। এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ-জামাত অনুষ্ঠিত হবে।

১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এরপর এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’ হয়ে যায়। পরে মাঠটি শোলাকিয়া নামেই পরিচিত হয়ে ওঠে।

দেশ-বিদেশ থেকে মুসল্লিরা আসেন শোলাকিয়ায় ঈদের জামাত আদায় করতে। তবে গত বছর করোনা সংক্রমণের কারণে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। এবার নিয়ে টানা তিন ঈদে জামাত অনুষ্ঠিত হচ্ছে না শোলাকিয়ায়।

(ঢাকাটাইমস/১০মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :