টাকার বিনিময়ে জাল সনদ দিতেন তারা

প্রকাশ | ১০ মে ২০২১, ১৯:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে জাল সনদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।  তারা হলেন মো. মহসিন প্রধান এবং মো. জুয়েল রানা।

রবিবার রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫২টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দুইটি প্রিন্টার, একটি মাউস, একটি কীবোর্ড, একটি কম্পিউটারের পাওয়ার কেবল, দুটি প্রিন্টারের কালি ও একটি হার্ডডিক্স জব্দ করা হয়।

সোমবার র‌্যাব-১০ এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার নীলক্ষেতের বাকুশাহ মার্কেটের ৪ নম্বর গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারীর দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/এএ/জেবি)