নাটকে গানে বৃক্ষ বাঁচানোর আকুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মে ২০২১, ১৪:২৭ | প্রকাশিত : ১০ মে ২০২১, ২০:১৫

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে পড়া ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ কাটার প্রতিবাদ করেছেন একদল শিল্পী। এই উদ্যানে তাদের পরিবেশনায় ছিল বৃক্ষ বাঁচানোর আকুতি। নাটকে আর গানে তারা ফুটিয়ে তোলেন মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা।

সোমবার বিকালে এমন ব্যতিক্রমী পার্ফমিং আর্টসের পরিবেশনায় ছিলেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসেল, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, মনীষা অর্চি ও থিয়েটার কর্মী আলী আফসার।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতি ঠেকাতে বৃক্ষের অপরিহার‌্যতা তুলে ধরে তারা বলেন, প্রকৃতির স্বাতন্ত্র্য বজায় রেখে সকল প্রাণী ও প্রকৃতিকে নিরাপদ রেখেই উন্নয়নের পথে এগোতে হবে। উন্নয়ন হতে হবে প্রকৃতিবান্ধব।

বক্তারা আরও বলেন, কিন্তু দুঃখজনকভাবে বাঙালির স্বাধীনতা আন্দোলন থেকে সাত মার্চের ভাষণের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এটি পরিবেশপ্রেমী সচেতন মানুষের মতো শিল্পিদেরও ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

এসময় পারফর্মিং আর্টসের শিল্পীরা সোহরাওয়ার্দী উদ্যানসহ সকল রকম বৃক্ষ নিধনের বিরুদ্ধে জনমত গঠন ও নতুন করে বৃক্ষরোপনের দাবী জানান।

(ঢাকাটাইমস/১০মে/আরকে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :