রতিকান্ত

প্রকাশ | ১০ মে ২০২১, ২২:১২

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

রতিকান্তের মতিগতি বোঝা যায় না কিছু,

ঘোরে জপমালা হাতে সতি রাণির পিছু।

সতি বলে, ‘রতি দাদা পতি আছে ঘরে,

’ রতি বলে, ‘পোড়ামুখি মর্ কালাজ্বরে।

মরমেই মরবি লো হয়ে নিষ্কাম;

কামতাপে চিতা জ্বেলে জ’পে পতি নাম।’

সতি বলে,’পিরিতিরই পাকে বাঁধা পতি,

যতো রতি,ততো ক্ষতি ততো ভ্রম মতি।’

রতিকান্ত হলো শান্ত; যতি টানলো কামের,

গায়ে তুললো নামাবলী রাধা-কৃষ্ণ নামের।