সোহরাওয়ার্দীতে ফাঁসির মঞ্চে নওশাবা

প্রকাশ | ১১ মে ২০২১, ১০:৫৫ | আপডেট: ১১ মে ২০২১, ১৪:২৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। করোনার আবহে তার মুখে কালো রঙের মাস্ক। সত্যি সত্যি কি গলায় ফাঁস নিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি কোনো নাটক বা সিনেমার শুটিং?

উত্তর হলো, কোনোটাই না। আসলে সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এটা তারই প্রতিবাদ। সোমবার ব্যতিক্রমী এই প্রতিবাদে নওশাবার সঙ্গে শামিল ছিলেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসেল, অভিনয়শিল্পী মনীষা অর্চি ও থিয়েটার কর্মী আলী আফসার।    

কাজী নওশাবাসহ এসব শিল্পীরা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে দেখিয়েছেন গাছ কাটার বিপদ। তিনটি ফাঁসির মঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো তিনজন। পাশাপাশি উন্নয়নের প্রতীক হিসেবে কুড়াল হাতে ছিলেন আরও একজন।

সোহরাওয়ার্দীর গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলে এ ব্যাপারে নওশাবা বলেন, ‘প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন করা কি সত্যিকার অর্থে খুব জরুরি? আমি উন্নয়নের পক্ষে, তবে প্রকৃতিবান্ধব উন্নয়ন চাই। আমার মনে হয়, প্রতকৃতি ধ্বংস করে উন্নয়ন কোনো সংবেদনশীল মানুষই চাইবেন না। প্রকৃতি তো আমাদের শেকড়। তাই শেকড় ছিন্ন এমন উন্নয়ন চাই না।’

সোমবারের কর্মসূচি নিয়ে নওশাবা বলেন, ‘আমরা নিরবে আয়োজনটি সম্পন্ন করেছি। এটা শুধু সোহরাওয়ার্দীর গাছকাটা নিয়েই নয়, আমরা পৃথিবীর সব জায়গায় গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। আমরা প্রতীকী গাছের রূপ ধরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলাম।’

অন্যদিকে নির্মাতা শাহাদাত রাসেল বলেন, ‘ঐতিহ্যবাহী ও বাঙালির স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। আমরা প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চাই না। এভাবে প্রকৃতি ধ্বংস পৃথিবীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

ঢাকাটাইমস/১১মে/এএইচ