বুধ নয়, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি

প্রকাশ | ১১ মে ২০২১, ১৫:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুধবার নয়, আগামী বৃহস্পতিবার থেকে ঈদের তিন দিনের ছুটি শুরু হবে। আগামী শনিবার (১৫ মে) এই ছুটি থাকবে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে লকডাউন ও নানান উদ্যোগসহ প্রঞ্জাপন জারি করা হয়। কয়েক দফা বিধিনিষেধ বাড়িয়ে সর্বশেষ ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের প্রঞ্জাপন জারি করা হয়। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে কর্মস্থল ত্যাগ করে ছুটে চলেছেন আপন ঠিকানায়।

ঘরমুখি মানুষকে ঢাকা ছেড়ে যাওয়া আটকাতে তিন দিনের ছুটি কার্যকর করে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়।

ঢাকাটাইমস/১১মে/আরকে/এমআর