পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২১, ১৬:৩৩

রাজবাড়ীর দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবে যায় একটি প্রাইভেট মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর মাইক্রোবাসটি উদ্ধার করা সম্ভব হয়। তবে চালককে এখনও উদ্ধার করা যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া-পাটুরিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় দুর্ঘটনার সময় চালক ভেতরে ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে পল্টুনের রশি ছিঁড়ে পল্টুনটি নদীর ভেতরে চলে যায়। সঙ্গে সঙ্গে পল্টুনে থাকা ওই প্রাইভেটকারটি নদীতে পড়ে তলিয়ে যায়।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মাইক্রোবাসের ভেতরে যাত্রী ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম জানান, এরই মধ্যে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে। সেই সঙ্গে উদ্ধারে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি ঘাটে তোলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :