বাগেরহাটে কর্মহীন ৪২ খেলোয়াড় পেলেন সহায়তা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২১, ১৬:৪৪

বাগেরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪২ জন খেলোয়াড়কে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশের কাবাডি গ্রাউন্ডে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার রেজাউল করিম খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন।

প্রত্যেক খেলোয়াড়কে নগদ এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়।

করোনা পরিস্থিতিতে বাগেরহাটে বেকার হয়ে পড়া নিন্ম আয়ের যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ, ঋষি, ডোম, খ্রিস্টান, বেদে, রিকশাচালক, প্রতিবন্ধীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জেলার নিন্ম আয়ের অন্তত পাঁচ সহস্রাধিক মানুষকে এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিম বলেন, ‘করোনা পরিস্থিতিতে নিন্ম আয়ের অনেক মানুষ বেকার হয়ে পড়েন। এর মধ্যে যারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের দেয়া বরাদ্দ থেকে আমরা জেলার প্রত্যেক কৃতি খেলোয়াড়কে এ সহায়তা দিয়েছি।’

বিতরণকালে বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাব্বেরুল ইসলামসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :